শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব : গাঙ্গুলী

image_67728.ganguly_vid

 

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন । সোমবার ঢাকার স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানে গাঙ্গুলী বলেন, যখন এমন কথা উঠবে, তখন চিন্তা করব। আগে চিন্তা করে তো আর লাভ নেই। উপমাহাদেশের সব দলের জন্যই ভালো কোচ আনা দরকার। কারণ কোচদের উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ দলের জন্য কার্যকর হবে, এমন কোচ দরকার।গাঙ্গুলী বলেন,  আমি সবসময় চাই বাংলাদেশ ভালো খেলুক। ওদের ভুলগুলো দ্রুত শোধরানো দরকার। সময়টা এখন ওদের ভালো যাচ্ছে না। তিনি মুশফিকের বিষয়ে বলেন,  মুশফিক ভালো খেলোয়াড়। দল কখনো একজনের উপর নির্ভর করে না। সবাই ভালো না করলে অধিনায়ক একা কী করবেন? সবার প্রচেষ্টাতেই ভালো করা সম্ভব।বাংলাদেশের টপ অর্ডারে অন্যরা বিশ্বকাপে ব্যর্থ হলেও উজ্জ্বল ব্যতিক্রম কেবল এনামুল হক। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের খেলা মনে ধরেছে গাঙ্গুলীর। এ ছাড়া এনামুল হকের খেলাও তাঁর র ভালো লেগেছে। তবে নিয়মিতভাবে ভালো করতে হবে। ধোনি, বিরাট কোহলির মতো নিয়মিত রান করতে হবে।বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ভারতের অধিনায়ক ছিলেন গাঙ্গুলী। প্রতিবেশী দেশটির ক্রিকেটের খোঁজ-খবর নিয়মিতই রাখেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে আরো ভালো ক্রিকেট আশা করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে সৌরভ গাঙ্গুলী এখন বাংলাদেশে।