সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

image_151262.bd cricket
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডে দুটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত ও জুবায়ের হোসেন।ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজের বাকি তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।