নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয় (২৩ জুন) রবিবার । সকাল সাড়ে ১০টায় শুরুতে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এর পর বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে , যুগ্ম সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি মাহবুব উর রহমান রুহেল বলেন বঙ্গবন্ধু’র আওয়ামীলীগ ৭৫ বছরে এসে কালের অগ্নিসাক্ষী ত্যাগী নেতাদের যেমন ধারণ করে, তেমনি কিছু আদর্শ বিছ্যুত নেতাদের স্বরুপ উন্মোচন করে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এর বিকল্প নেই বলেন তিনি। তিনি আরো বলেন মীরসরাইয়ে আজ যেই উন্নয়ন হয়েছে অর্থনৈতিক জোন ই তার অনন্য উদাহরণ। এই বঙ্গবন্ধু শিল্পজোন বাংলাদেশের উন্নয়নের মডেল হিসেবে রুপান্তরিত হবে একদিন। বিশে^র কাছে বাংলাদেশ নয় মীরসরাই এর নাম উচ্চারিত করবে এই শিল্পজোন। তিনি যে কোন মূল্যে দলের ঐক্য অব্যাহত রাখতে সবাইকে ব্যক্তিগত কোন দলাদলি নয় আওয়ামীলীগের পরিচয়ে পরিচিত হবার আহ্বান জানান। দলের শৃৃংখলার ব্যাপারে সতর্কতার কথা বলেন তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ভিপি নিজাম উদ্দিন, মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান মাষ্টার রেজাউল করিম, চেয়ারম্যান কবির নিজামী, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি এরাদুল হক ভূট্রো, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাঈনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাহ উল আলম প্রমুখ।