গাইবান্ধা প্রতিনিধি:
পরিবারের কাছ থেকে প্রেমের স্বীকৃতি না পেয়ে একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে।
রবিবার দুপুরে প্রেমিক রোস্তম আলী খন্দকার (১৭) ও প্রেমিকা সুলতানা আকতার মুক্তির (১৫) লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোস্তম আলী রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে ও সাদুল্লাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সুলতানা আকতার মুক্তি প্রতিবেশী মোতাহার হোসেনের মেয়ে ও স্থানীয় মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।