বলিভিয়ায় মুষলধারে বৃষ্টি ও অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৮ জন প্রাণ হারিয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত অক্টোবর থেকে একটানা মৌসুমি বর্ষণ ও বন্যায় ৪০ হাজারেরও বেশি পরিবার আক্রান্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ গুণ বেশি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে খাদ্য ও ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে। আক্রান্ত এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বন্যায় বহু ঘরবাড়ি, গবাদিপশু ভেসে গেছে। প্রায় ১ লাখ গবাদিপশুর অস্তিত্ব হুমকির মুখে। ৬ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। দেশটির কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলীয় এলাকাসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি এক পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।