বর্ষা মৌসুমে নদী অশান্ত থাকে, তাই এসময় ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।শাহজাহান খান বলেন, ‘ছোট যে লঞ্চগুলো সেগুলো আইনত কোনো অশান্ত নদীতে চলাচল করতে পারবে না। গতবার পিনাক-৬ দুর্ঘটনার পর ১১টা লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী হলে ফেরি দিয়ে পারাপার করা হবে।’নৌমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে লঞ্চের ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী তুলতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রীর যখন চাপ থাকবে, তখন ফেরিতে তাদের পারাপার করা হবে। এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত কোনো যাত্রী তুলতে না পারে।’তিনি আরো বলেন, ‘গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব জেলায় নৌযান চলাচল করে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ২১ জুন সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’পরিদর্শনকালে নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ।