আত্মঘাতী হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হল মধ্য ইয়েমেনে। বুধবার উৎসবের আবহে একটি সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে এক সুইসাইড বোম্বার ঢুকে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের। পুলিশ সূত্রে জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। পাশাপাশি আরও একটি বিস্ফোরণ হয় দুটি হাসপাতালের বাইরে। যদিও সেই বিস্ফোরণে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। যদিও মনে করা হচ্ছে, আল কায়দা মদদপুষ্ট আরাবিয়ান পেনিনসুলা বা আকাপ জঙ্গি সংগঠনই এই বিস্ফোরণ ঘটিয়েছে। সূত্র : কলকাতা