সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই: ফখরুল

fokrul islam 07_28932

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। জনগণ এই সংসদ গঠনে ভোট দেয়নি। তাই এ সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া হলে তা হবে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আমরা এই অবৈধ সংসদকে এ ক্ষমতা দেওয়ার সমর্থন করতে পারি না।’আজ রবিবার বিকেলে জাতীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘আমরা কজন’ সংগঠনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম।