জামায়াতে ইসলামির বরিশাল মহানগর আমির মোয়াজ্জেম হোসেনসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমতলার মোড়ে থেকে তাদের আটক করা হয়।জানা যায়, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চুর চাচার বাড়ি ‘ডাইরেকটরের হাউসে’ তারা বৈঠক করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।পুলিশ দাবি করছে, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে নাশকতার আশঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে আমির ও নায়েবে আমির ছাড়াও সেক্রেটারি জেনারেল জহির ইদ্দন বাবর ও সহকারী সেক্রটারি জেনারেল মতিউর রহমানও রয়েছেন বলে জানা গেছে।