সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বন্য মৌমাছির আক্রমনে সাংবাদিক গুরুতর আহত, দেখতে যান শেখ আতাউর রহমান

শাহ এমরান চৌধুরী ঃ মীরসরাই পাহাড়ে নিজের বাগানে কাজ করা অবস্থায় বন্য মৌমাছির আক্রমনে গুরুতর আহত হয়েছে দৈনিক ইনকিলাবের মীরসরাই উপজেলা সংবাদদাতা ও পাক্ষিক খবরিকার সহ সম্পাদক জনাব আমিনুল হক। তিনি বর্তমানে মাতৃকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) মীরসরাই পাহাড়ের গোভানিয়া বন এলাকায় নিজের বাগানে চারা রোপন করছিল আমিনুল হক। দুপুর  ১২টায় অতর্কিত এক ঝাঁক বন্য মৌমাছি অতর্কিত হামলা করে এময় বন্য মৌমাছিদের আক্রমনে চিৎকার করে মাটিতে লুটে পড়ে গেলে পাশ্ববর্তি লোকজন এসে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মাতৃকা হাসপাতালে ভর্তি করে।  গতকাল রাত ৮ টায় উপজেলা আওয়ামলীগের সভাপতি শেখ আতাউর রহমান উক্ত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় আরোmir pic 26-9-14-2 পাশে ছিলেন ডাঃ জামশেদ আলম, সাংবাদিক শারফুদ্দিন কাশ্মির, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা মিয়া মো: হুমায়ুন কবির প্রমুখ ব্যক্তিবর্গ।