শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বন্যা দূর্গত মানুষের জন্য আশ্রয়ের জন্য মানবিক মহৎ প্রাণ ফখরুল ইসলাম খাঁন সিআইপি সাহেব’কে ধন্যবাদ

বিশেষ প্রতিনিধি-

মীরসরাই উপজেলার জামালপুর , আজমনগর, পশ্চিম হিংগুলী, গনকছড়া সহ আশেপাশের যে কোন মানুষ সহ ফেনীর ফাজিলপুর সহ বিভিন্ন এলাকা থেকে বন্যায় বিপদগ্রস্থ মানুষ এসে আশ্রয় নিয়েছেন বারইয়াহাটের খান সিটি সেন্টারে ,  জোরারগঞ্জের মা ছকিনা মাদ্রাসা,  সামিহা কমিউনিটি সেন্টার, ও শান্তিরহাটের সুমাইয়া মার্কেটে আশ্রয় নেয়া সকল মানুষের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।

মীরসরাই উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য এই মানবিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা র সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা, মীরসরাই এর কৃতি সন্তান শিল্পপতি  জনাব ফখরুল ইসলাম খান সি আই পি ।   এই মানবিক উদ্যোক্তাকে আমরা ধন্যবাদ জানাই।   যে কেউ আশ্রয়ের প্রয়োজন হলেই যোগাযোগ করুন,  01829478856 (দ্বীন মোহাম্মদ), 01703805799 (বাবলু), 01819974143 ( জিয়া)