বিশেষ প্রতিনিধি :
২ সেপ্টেম্বর সোমবার ৪০০ প্যাকেট এাণ সামগ্রী বিতরনের মধ্যদিয়ে ত্রান বিতরন কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছে তরঙ্গ ২৪ টিম।
সর্বস্তরের জনসাধারণ থেকে এাণের জন্য টাকা সংগ্রহ করা হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৫২০ টাকা। সর্বোমোট এাণ সামগ্রী পৌছানো হয়েছে =৩৫০০ ফ্যামিলির কাছে। সর্বোমোট এাণ এবং রেস্কিওসহ খরচ হয়েছে আনুমানিক= ৯ লক্ষ ৯০ হাজার ৮৫ টাকা। তরঙ্গ টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছেন মীরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহি অফিসার সর্বসাধারন (সরকারি অফিসার, ডাক্তার, ব্যাংকার, সাধারণ কর্মচারীসহ সর্বস্তরের জনগণ)
বিনা স্বার্থে মানুষের জন্য নিরলস পরিশ্রম করে টিম তরঙ্গ-২৪। সংগঠনের কর্মকর্তা বৃন্দের মধ্যে শাহাদাত শাকিল, আসিফুল সৈকত, জারা, প্রমি, ইমতিয়াজ ও নিশান জানান ইতিমধ্যে দিন রাত বন্যার্তদের পাশে দাঁড়ায় এই সংগঠনের সদস্যরা। সম্প্রতি বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি খারাপ দেখে মীরসরাইয়ের ছাত্ররা দেশের উন্নয়ন এবং সমাজসেবার জন্য এই অরাজনৈতিক সংগঠন টি গড়ে তোলে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে উক্ত টিম তরঙ্গ-২৪।