অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন নানাভাবে ৪০ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ১০টার দিকে চ্যানেলের দক্ষিণ খুদিয়ার টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ট্রলারডুবির পর নানাভাবে ৪০ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে রওনা হয়। বৃহস্পতিবার সকালের দিকে এসে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।