Saturday, January 25Welcome khabarica24 Online

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১১ জেলে নিখোঁজ

image_109243.bhola-map

বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৮ জেলেসহ ‘মা-২’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
শনিবার সন্ধ্যায় মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পরে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে রবিবার রাত ৮টার দিকে সাতজন উদ্ধার হলেও এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। ট্রলারটি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চৌধুরী মোল্লার।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ইলিশ মাছ ধরার উদ্দেশে তারা প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গোপসাগরে যান। শানিবার মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তাঁদের ট্রলারটি উল্টে যায়। এরপর তাঁরা সাত জেলে ট্রলারের জাল ও ট্রলার ধরে ভাসতে ভাসতে জোয়ারের সঙ্গে মেঘনার দিকে চলে আসেন। এ সময় অন্য জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দৌলতখান থানায় নিয়ে আসে। বাকিদের আর খোঁজ মেলেনি। তাঁদের ধারণা, বাকি ১১ জন আর বেঁচে নেই। নিখোঁজদের সঙ্গে ট্রলার মালিক চৌধুরী মোল্লার ছেলে ইসমাইল মোল্লাও রয়েছেন।দৌলতখান থানার ওসি মীর খাইরুল কবির জানান, উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে।