মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে।আজ বুধবার দুপুর পৌনে দুইটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাসসুদ্দিন দিদার।