Saturday, December 14Welcome khabarica24 Online

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবকের কারাদণ্ড

law-sign_151942
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে গান তৈরি করার অপরাধে খুলনার দাকোপ উপজেলার যুবক তন্ময় মল্লিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন সাইবার আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। বুধবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামসুল ইসলাম এ আদেশ দেন।দন্ডিত তন্ময় মল্লিকের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামে। তার বাবার নাম তুলশি মল্লিক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, খুলনার যুবক তন্ময় মল্লিক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন। এই ঘটনায় দাকোপ থানার এসআই জয়নাল আবেদিন বাদি হয়ে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেন।এরপর চলতি বছরের ১৯ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাইবার ট্রাইব্যুনাল। মামলায় বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে ১০ জন স্বাক্ষী দেন।রায়ের ঘোষণার সময় ট্রাইব্যুনালে তম্ময় মল্লিককে হাজির করা হয়।