Sunday, January 19Welcome khabarica24 Online

বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

image_54651.pettrol-boma

বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দাঙ্গা ও সংর্ঘর্ষ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত পুলিশের ওই গাড়িতে (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি) আগুন ধরে যায়। সাতমাথায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাত্ক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় ওই গাড়ি বা তাতে অবস্থানরত পুলিশ সদস্যদের কোন ক্ষতি হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশের এপিসিসহ কয়েকটি গাড়ি সাতমাথায় জিলা স্কুলের উত্তরপাশের প্রাচীর ঘেঁষে দাঁড় করানো ছিলো। এসময় জিলা স্কুলের ভেতর থেকে ওই গাড়িগুলো লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে এপিসিতে আগুন ধরে যায়। তাত্ক্ষণিক পুলিশ ও সাতমাথায় অবস্থান করা লোকজন আগুন নিভিয়ে ফেলে।বগুড়ার সহকারি পুলিশ সুপার(এএসপি) গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সম্মিলিত সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলা ও অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানমালার নিরাপত্তার জন্য মেলাস্থলের অদূরে এপিসিসহ পুলিশের বেশ কয়েকটি গাড়ি দাঁড় করানো ছিলো। সেখানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোঁড়ে। এতে আগুন ধরলেও কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে ঘটনার পর থেকেই তত্পরতা চালানো হচ্ছে।