বগুড়ায় ট্রেনের ধাক্কায় নসিমন চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে নসিমনের আরো ১০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যাত্রীরা হলেন, নসিমন চালক আলম (৪০), যাত্রী নায়েব আলী (৪৫) ও আবু তাহের (৪৫) ও সরোয়ার জাহান (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনের কাছে উত্তর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল। ভেলুরপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয় দ্রুতগামী ট্রেনটি।