জেলার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২৬), রাশেদ (২০) ও হাসান (২৩)। নিহত সাদ্দাম হোসেন ও রাশেদের বাড়ি নয়মাইল এলাকায়। আর হাসানের বাড়ি বি-কুষ্টিয়ায়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে করে নয়মাইল থেকে বগুড়া শহরের দিকে আসছিলেন। ফটকি ব্রিজের আগে অন্যদিক থেকে মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।