বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বকেয়ার কারণে মিরপুর জাতীয় স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

image_75395.a

বিদ্যুত বিল বকেয়ার কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন করা হয় আজ সকালে। কিস্তিতে কিছু বকেয়া পরিশোধ করার পর পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। এ সময় তিন ঘণ্টা স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর আগেও এই স্টেডিয়ামের বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডেসকো) এ সংযোগ বিচ্ছিন্ন করে।
জানা গেছে, ডেসকো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কাছে এক কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার এ বিষয়ে তাগাদা দেওয়ার পরো অর্থ পরিশোধ করেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। আজ সংযোগ বিচ্ছিন্ন করার পর ১০ লাখ টাকা পরিশোধ করলে সংযোগ ফের লাগিয়ে দেওয়া হয়। বাকি অর্থ পর্যায়ক্রমে শোধ করার প্রতিশ্রুতি দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।শুধু স্টেডিয়ামই নয়, সরকারি অনেক প্রতিষ্ঠানই বিদ্যুতের বিল পরিশোধ করছে না। বকেয়া থাকা ওই সব প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও ডেসকো জানিয়েছে।এ বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. আরজাদ হোসেন জানায়, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন বিদ্যুৎ বিল দেয় না। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রাখা হবে। ডেসকো সরকারি প্রতিষ্ঠানের কাছে ১০৭ কোটি ৬৩ লাখ পাওনা আছে। সুত্র জানায়, সরকারি প্রতিষ্ঠানগুলো সেবা খাতে খরচের জন্য বাজেটের সময় বরাদ্দ পেলেও বিদ্যুৎ বিল ঠিকমতো শোধ করে না। বছরের পর বছর এভাবে বিদ্যুৎ বিল না দিয়ে চলছে অনেক সরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ঢাকায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিল শোধই করে না।