ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস তার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট ওঁলাদের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। প্রেসিডেন্টের দিক-নির্দেশনায় আজ নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। দেশটির বামপন্থী অর্থমন্ত্রী আরনড মন্টেবুর্গ অর্থনীতি সংক্রান্ত নতুন নীতি ও কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানানোর পর এ পদত্যাগের ঘটনা ঘটলো। ভলস অভিযোগ এনে বলেছেন, আরনড ‘হলুদ রেখা অতিক্রম’ করেছেন। ফ্রান্সের অর্থনীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে ভলসের কৃচ্ছ্রসাধন সংক্রান্ত নীতি বলে কঠোর সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রী। প্রেসিডেন্ট ওঁলাদে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য ভলসের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাসে স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট ওঁলাদের সমাজবাদী দল দুর্বল ফল করায় ম্যানুয়েল ভলস প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এ মাসের শুরুর দিকে ভলসের সরকার স্বীকার করে নেয়, পূর্বে ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বললেও, প্রকৃতপক্ষে সে লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব।