আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারলো পর্তুগাল। শনিবার ফ্রান্স ২-১ গোলে পরাজিত করে রোনালদোর দলকে। ১৯৭৫ সালের পর থেকে ফ্রান্সের বিপক্ষে কোনো জয় নেই পর্তুগালের। এই মৌসুমের শুরুতে ফর্ম দেখাচ্ছেন পর্তুগিজ তারকা রোনালদো। স্প্যানিশ লা লিগায় ৬ ম্যাচে করেছেন ১৩ গোল। লীগের সর্বোচ্চ গোলতাদাও তিনি। কিন্তু পর্তুগালের দর্শকদের হতাশ করেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে ৭৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। এরপর বরফ চেপে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে তাঁকে। শনিবার স্তাতে দি ফ্রান্সে বলের নিয়ন্ত্রণ ছিলো ফিফটি ফিফটি। তবে তিন মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজেমা। পল পগবার শট রুখে দেন পর্তুগাল গোলরকিপার। ফিরতি বল থেকে গোল করতে ভুল করেন নি রিয়াল স্ট্রাইকার বেনজেমা। তবে ২০ মিনিটে গোল পেতে পারতো পর্তুগাল। ফ্রান্সের ডিফেন্ডারেদের ভুলে বল পান নানি। কিন্তু তার শট লক্ষ্য ভ্রষ্ট হলে গোল পায়নি পর্তুগাল। প্রথমার্ধে বেনজেমা গোলের সুযোগ তৈরিঁ করলেও দলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হন বেনজেমা। ৫০ মিনিটে সমতা ফিরতে পারতো পর্তুগাল। কিন্তু নানির ক্রস থেকে রোনালদোর শট রুখে দেন ফ্রান্সের গোলকিপার। ৬৯ মিনিটে ২-০ গোলে ফ্রান্সকে এগিয়ে দেন পগবা। বেনজেমার পাস থেকে গোলটি করেন জুভেন্টাস তারকা। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে রিকার্দো কারেসমা গোল করলেও হার এড়াতে পারেনি পর্তুগাল।