শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফের সাকিবের জরিমানা, সোহাগ গাজী এক ম্যাচ নিষিদ্ধ

image_158517.img_9873
সাকিব আল হাসান। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। একের পর এক বিতর্কিত ঘটনার কারণে বারবার তিনি শিরোনাম হচ্ছেন। গেল জুলাই মাসে আচরণগত সমস্যার কারণে তাঁকে আন্তর্জাতিক, ঘরোয়া ও বিদেশি লিগে খেলার ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।গেল সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সাকিব। বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার বিসিবির বোর্ডসভায় তাঁর বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তাঁর আগে বুধবার আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি।ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে সাকিব ও সোহাগ গাজীকে। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাকিব বিসিবির আচরণবিধির ২.১.৩ ধারা ভেঙেছেন। এ ধারা অনুযায়ী, ম্যাচ চলার সময় ভাষা কিংবা অন্য কোনো কার্যক্রমের (অঙ্গভঙ্গিসহ) মাধ্যমে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিকে হুমকি দেওয়া যাবে না। এমনকি আবেদন করা সময় আক্রমণাত্মক কিংবা হুমকির মতো হয়, এমন কোনো আচরণ করা যাবে না। এ ধারা ভাঙার দায়ে সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সাকিবকে শুধু আর্থিক জরিমানা করলেও সোহাগকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দুজনই তাঁদের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।অন্যদিকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডির অফস্পিনার সোহাগ গাজী বিসিবির আচরণবিধির ২.২.৮ ধারা ভাঙায় তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।