মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফের সংলাপের আহ্বান জাতিসংঘের

farhan haq @ un_69533

 

বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।বুধবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হবার ৮ দিন অতিবাহিত হলো। তার পরিবার দাবি করছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ করেছে, অপরদিকে সরকার তা প্রত্যাখান করছে। এ ধরনের ঘটনা সর্বত্র ঘটছে বলে ওই সাংবাদিক তার প্রশ্নে যোগ করে জানতে চান, ‘এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জাতিসংঘের ভূমিকা কি? এ নিয়ে জাতিসংঘ কিছু করছে কি?জবাবে ফারহান হক বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। স্টেফান যা বলেছেন, আপনি সেই ব্যাপারে অবগত রয়েছেন এবং আমিও জাতিসংঘের উদ্বেগ ও বাংলাদেশ বিষয়ে সংস্থার প্রচেষ্টার কথা বলেছি। তবে এ বিষয়ে আজ নতুন কিছু নেই। কিন্তু আপনি যেসব বিষয়ের কথা বলেছেন তাতে আমরা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে আমরা আলোচনাও করছি।’মুখপাত্র আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতির উত্তরণে সব পক্ষের আলোচনার প্রয়োজন এবং বাকস্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এসব বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে কর্তৃপক্ষকে (বাংলাদেশ সরকার) বলে আসছি এবং এগুলোর কোনোটির ব্যতয় ঘটলে অবশ্যই আমরা উদ্বিগ্ন হব।’