সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফের র‌্যাঙ্কিয়ের শীর্ষে সাঙ্গাকারা

kumar_23183

সদ্য প্রকাশ হওয়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার ওয়ান-ডে অধিনায়ক এবি ডেভিলিয়ার্সকে সরিয়েই শীর্ষে এসেছেন তিনি। এর আগে ২০১২ সালে ব্যাটসম্যানের শীর্ষে ছিলেন তিনি।
সদ্য সমাপ্ত গল টেস্টে ক্যারিয়ারের দশম ডাবল সেঞ্চুরিটা হাঁকিয়েছেন তিনি। যার সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট জিতে যায় শ্রীলঙ্কা। সাঙ্গার পাশাপাশি ভারতীয় অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডারকে সরিয়েই শীর্ষ স্থান দখল করেছেন তিনি। অন্যদিকে টেস্ট বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন নিজের এক নম্বর আসনটা ধরে রেখেছেন।