Saturday, February 8Welcome khabarica24 Online

ফেনী জেলা পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন কমিটি গঠন আতিক সভাপতি, মামুন সম্পাদক

নিজস্ব প্রতিনিধি : গত ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৪ঘটিকায় পাঁচগাছিয়াস্থ ফুড এন্ড ফান্ড রেষ্টুরেন্ট-এ ফেনী জেলা বালাইনাশক কোম্পানী সমূহের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং আবু আহম্মেদ রাসেল এর সঞ্চালনা বক্তব্য রাখেন আবদুল্লা আল মামুন, বিকাশ কান্তি দাস, রাকিব কাওসার, কামাল হোসাইন, আনোয়ারুল হক নিজামী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ফেনী জেলা পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন-২০১৭-১৮ কমিটি গঠন করা হয়। আতিকুর রহমান (অটো ক্রপকেয়ার) সভাপতি, আনোয়ারুল হক নিজামী (ডি.এম ক্রপ কেয়ার), সহ-সভাপতি, আবদুল্লা আল মামুন (ড্রীমল্যান্ড এগ্রো) সাধারন সম্পাদক, রাকিব কাওছার (এসিআই), সহ-সাধারন সম্পাদক, মাসুদ রানা (দি-লিমিট) সাংগঠনিক সম্পাদক, আবদুল লতিফ (সেমকো) অর্থ সম্পাদক, আবদুল কুদ্দুস (এমিন্যান্স এগ্রো) প্রচার সম্পাদক, আরব আলী (র‌্যাভেন এগ্রো) দপ্তর সম্পাদক, কামাল হোসেন (মিমপেক্স এগ্রো) সমাজকল্যান সম্পাদক, জিল্লুর রহমান (ম্যাকডোনাল্ড প্রাঃ), আমিনুল ইসলাম (সিনজেনটা) নির্বাহী সদস্য নির্বাচিত হন।

উপদেষ্টা পরিষদের সদস্য- আকুয়াত হোসেন ইমন (ইস্ট-ওয়েস্ট), আবু আহম্মেদ রাসেল (এগ্রো বিজিনেস), বিকাশ কান্তি দাস (সেতু কর্পোরেশন), তাজুল ইসলাম (জেনেটিকা), আবু সাইদ (সী-লিংক)।
সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটিকে অদ্য হইতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নির্বাচিত করা হয়। উক্ত সভায় সংবিধান প্রনয়ন পিকনিক ম্যাগাজিন প্রকাশনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।