রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেনীতে এস এস সি ’’৮৩’’ ব্যাচের ঈদপুনর্মিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : এস এস সি ’’৮৩’’ ব্যাচের ঈদপুনর্মিলনী ও আলোচনা সভা ফেনী শহরের মাস্টার পাড়ার মজুমদার ভবনে গত ৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক ও ফেনী জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী , রাংগুনিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ইঞ্জিঃ মোঃ ইকরামুল হক স্বপন , কে লাইনের ম্যানেজার (হিসাব) আহম্মদ রফি ফরিদ পিটার ,ফেনী প্রেস কøাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই’র ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি,অধ্যাপক পার্থ রায়,অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, ফিজিক্যাল টিচার কবির উদ্দিন মজুমদার ,এডভোকেট গোলাম মহিউদ্দিন ,কন্ঠশিল্পী অজয় দাস , কাউন্সিলর গোলাম ফারুক ভূঞা বেলাল, আমিন উল্লাহ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান গোলাম আজম হাজারী,হীরা বিস্কুট প্রাইভেট লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন ভূঞা ,আল কেমী হ্সাপাতালের পরিচালক রফিকুল হক ,কোয়ালিটি কন্টোল অফিসার মোঃ সফিকুর রহমান, আবু তাহের, এনামুল হক , এসএম আলাউদ্দিন স্বপন,এ আর কুমার , বদরুল হুদা নইস , বয়েজ লাইব্রেরীর সত্ত্বাধিকারী করিমুল হক, মোঃ মাইনুল ইসলাম,মোতাহের হোসেন,শ্যামল বণিক , মাসুদুল হক চৌধুরী প্রমুখ ।
এ সময় ৮৩ ব্যাচের অকাল প্রয়াত মজিবুর রহমান সেলিমের ¯œরণে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। সেলিমের স্মৃতি অম্লান রাখার লক্ষে, ঢাকাস্থ ফেনী সমিতির বৃত্তি প্রকল্পে তার নামে মজিবুর রহমান সেলিম স্মৃতি বৃত্তি চালু করা হয়। আগামী ৬ নভেম্বর মজিবুর রহমান সেলিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।