রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফুলে ফুলে মূখরীত মীরসরাই ডিগ্রি কলেজ ক্যাম্পাস।


এমদাদুল হক ভূঁইয়া :: লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংদেশের ঐতিহ্য মন্ডিত জেলা হলো চট্টগ্রাম। মহান স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রেখেছেন এখানকার মানুষ। চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার মীরসরাই উপজেলা, ইহার পূর্ব পার্শ্বে রয়েছে সবুজ ঘেরা পাহাড়, পশ্চিমে বেঁড়িবাধ এর পশ্চিমে নদী। প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বর্তমান সাংসদ জননেতা জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মহোদয়ের প্রচেষ্টায়, সফল রাষ্ট্র নায়ক দেশ রতœ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বৃহত্তর বঙ্গবন্ধু শিল্পজোন করে মীরসরাই উপজেলাকে আরো সমৃদ্ধশালী ও সৌন্দর্যমন্ডিত করেছেন। মীরসরাই উপজেলার মীরসরাই পৌরসভায় অবস্থিত মীরসরাই ডিগ্রি কলেজ, কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আবছার স্যারের তত্বাবধায়নে কলেজের প্রভাষকগণের উৎসায়ে বিএনসিসি, রোভারস্কাউট এর পরিচর্যায় ফুলে ফুলে ভরে আছে মীরসরাই কলেজ আঙ্গিনা। বাগানে আছে গোলাপ, গান্দা, বেলী, হাসনাহেনা সহ অনেক ফুল। কলেজের ছাত্র-ছাত্রী, কলেজ মসজিদের মোসল্লী ও সাধারণ জনতা ফুলের সৌন্দর্যে মূগ্ধ।