বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফিলিস্তিন দূতাবাসে খালেদা, ৫ লাখ টাকা অনুদান

bnp-1j_20318

গাজায় ইজরায়েলি বর্বর হামলার ঘটনায় সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
সোমবার বিকেল ৫টা ১০ মিনিটি বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যান খালেদা জিয়া। সেখানে তিনি আধাঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি ইজরায়েলি বর্বর হামলায় নিহত অংসখ্য ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান প্রমুখ।