প্রতিনিধি : সম্প্রতি চলমানরত ফিলিস্তিনের উপর বর্বরোচিত, হত্যা লুন্ঠন ও মানবাধিকার লঙ্গনের প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস সার্কেল বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে মানববন্ধন করে। মানববন্ধনে অংশ গ্রহন করে সামাজিক, রাজনৈতিক, ও স্থানীয় জনতা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, ফ্রেন্ডস সার্কেলের সভাপতি আশহাব উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বাবুল, সাইফুল আলম, রিয়াজ উদ্দিন, কাজী শাহাদাৎ হোসেন, এমরান, ইমরান, মোঃ বদরুদ্দোজা মাসুদ, মাঈন উদ্দিন লিটন প্রমুখ।
বক্তরা এই বর্বরোচিত হত্যা, লুন্ঠন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।