Sunday, January 19Welcome khabarica24 Online

ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকারকে গ্রেপ্তার করল ইসরাইল

image_96980.isr

ইসরাইলি সেনারা ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার আজিজ দোওয়েইককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। হামাসের সিনিয়র নেতা তিনি। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, স্পিকার আজিজকে পশ্চিম তীরের হেব্রন শহরে তাঁর নিজ বাড়ি থেকে আজ সকালের দিকে আটক করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।এর আগে নিখোঁজ তিন ইসরায়েলি তরুণকে খুঁজতে পার্লামেন্ট সদস্য ও সাবেক মন্ত্রীসহ ৮০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইসরাইলি সেনা সদস্যরা। হেব্রন শহরের কাছে একটি ধর্মীয় স্কুল থেকে তিন ইসরাইলি শিক্ষার্থীকে অপহরণের জন্য হামাস দায়ী বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অবশ্য, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে হামাস। এদিকে ফিলিস্তিনিদের গ্রেপ্তার সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর বক্তব্য, নিখোঁজ টিএনএজ তরুণদের অবস্থান শনাক্ত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে ওই তিন তরুণকে খুঁজে পাওয়া না গেলে, পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।