ঋণখেলাপির অভিযোগে সরকার দলীয় চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সদস্য পদ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ পটুয়াখালী বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটে ঋণ খেলাপি হওয়ার পরও আ স ম ফিরোজ কিভাবে সংসদ সদস্য থাকতে পারেন তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।প্রসঙ্গত, অতি সম্প্রতি নিজ সংসদীয় এলাকায় দেয়া গণসংবর্ধনায় বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে চিফ হুইপ আ স ম ফিরোজকে ক্রেস্ট দেয়া হলে তিনি তা না দিয়ে তাকে ক্যাশ টাকা উপঢৌকন দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। তিনি বলেন, ক্রেস্ট নয়, নির্বাচন করতে হলে অনেক লাগে। তাই ক্রেস্ট না, ক্যাশ টাকা চাই, ক্যাশ চাই।
এ নিয়ে তার নিজ সংসদীয় এলাকাসহ দেশব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।প্রসঙ্গত, অতি সম্প্রতি নিজ সংসদীয় এলাকায় দেয়া গণসংবর্ধনায় বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে চিফ হুইপ আ স ম ফিরোজকে ক্রেস্ট দেয়া হলে তিনি তা না দিয়ে তাকে ক্যাশ টাকা উপঢৌকন দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। তিনি বলেন, ক্রেস্ট নয়, নির্বাচন করতে হলে অনেক লাগে। তাই ক্রেস্ট না, ক্যাশ টাকা চাই, ক্যাশ চাই।
এ নিয়ে তার নিজ সংসদীয় এলাকাসহ দেশব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়।