স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর বিষয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ে হতাশা প্রকাশ করেছে বিসিবি ও আইসিসি।
ঐ রায়ে ম্যাচ পাতানোর দায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে অভিযুক্ত করেছে উক্ত ট্রাইব্যুনাল। তবে নির্দোষ প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহমুবুল আলম।
এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হয়েছেন।
আর ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চির ব্যাপারে এখনো কোনো রায় জানায়নি ট্রাইব্যুনাল।
আইসিসি ও বিসিবির এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা হতবাক এবং একই সঙ্গে হতাশ।
তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে রায়ের বিস্তারিত পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।