Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

ফাঁসি : নকুল চন্দ্র উকিল

প্রেমের দায়ে জেল খাটিলাম
পরলাম হতকড়া, শত আঘাত
সহ্য করে তবু তোমায় চেয়েছিলাম।
না বুঝলে তুমি আমায় না বুঝলো বিচারক
বিনা দোষে দোষী আমি শাস্তি হলো আরোপ।
মন চুরির অভিযোগে অভিযুক্ত আমি
শাস্তি হবে হয়তো ফাঁসি,
তবু তোমার টলবে না মন
কাঁদবে জগৎ বাসী।
ফাঁসির দড়ি গলায় নিয়ে বলবো তোমার নাম
রাত বারোটায় জল্লাদীয় নিবে আমার জান।
শান্ত দেহ থাকবে রয়ে পড়ে শশ্নান ঘাটে
তুমি হয়তো থাকবে তখন বাসর ঘরের খাটে।
ভালোবাসার অপরাধে পৃথিবী দিলো বিদায়
চিতায় পুড়িলো ভালোবাসা হলাম আমি ছাই।