বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফলের ভিত্তিতে স্নাতক শ্রেণিতে ভর্তির নির্দেশনা স্থগিত

university_198488
এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির নির্দেশনাপত্র স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় ওই নির্দেশনাপত্র স্থগিত করেছে বলে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেন।  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে সব বিশ্ববিদ্যালয়কে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই চিঠি পাঠানো হয়। এনিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ভর্তি পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে।