বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি

saki_255922

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের  মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি একে তামাশা ও প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেন।এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সিপিবি বাসদ সমর্থিত উত্তরের প্রার্থী আব্দুল্লা কাফী ও দক্ষিণে বজলুর রশীদও দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।সাকি বলেন, যেভাবে ভোটকেন্দ্র দখল, গণসিল মেরে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, তাতে এটাকে নির্বাচন বলে না। এ প্রক্রিয়ার ওপরে আমাদের আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই ফলাফলের ওপরেও আমাদের কোনো আস্থা নেই। সুতরাং যে নির্বাচনের ওপরে আমাদের আস্থা থাকবে না, আস্থা না থাকলে সেই নির্বাচন তো প্রত্যাখ্যানই করতে হয়।নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনিক কারসাজি ব্যাপকভাবে বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন প্রহসনের দিকে অগ্রসর হচ্ছে। জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না। তাই আজকের নির্বাচনের ওপরে আমাদের পূর্ণ অনাস্থা জ্ঞাপন করছি। কাজেই এ নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হবে, তার ওপরও আমাদের কোনো আস্থা নেই।’পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে সাকি বলেন, আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি যে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তখন থেকেই মনে সন্দেহ হচ্ছিল যে নির্বাচন সুষ্ঠু হবে কি না।বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, প্রায় সবখানেই ভোটারদের উপস্থিতি কম ছিল। বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসে তাঁর কাছে। অনেকেই তাঁর কাছে এসে জানতে চান যে, কেন এই নির্বাচনে দাঁড়িয়েছেন। বিভিন্ন স্থানে তালাবদ্ধ করে গণসিল মারা হয়েছে।এর আগে তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।