মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফখরুলের মুক্তিতে আর বাধা নেই

n294_282279

পল্টন থানার দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ফখরুলকে জামিন দেন। এ তিন মামলা ছাড়াও গ্রেফতার দেখানো অন্য সব মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। ফলে কারাগার থেকে মুক্তি পেতে বিএনপির এই নেতার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেনফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।এর আগে ১৮ জুন অন্য তিনটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।১৬ এপ্রিল পল্টন থানায় করা নাশকতার একটি মামলায় ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন আদালত। একই সঙ্গে পল্টন থানার আরও দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের রুল দেয়া হয়। ১৮ জুন ওই রুলের শুনানি শেষে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে জামিন দেয়া হয়।