Monday, February 10Welcome khabarica24 Online

প্রেমের টানে ঝালকাটি থেকে মীরসরাই এলে ও বেরশিক হলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠি জেলা থেকে প্রেমের টানে মীরসরাই উপজেলায় এলে ও বেরসিক পুলিশের হাতে আটক হলো প্রেমিক প্রেমিকা ! মীরসরাইয়ের ক্রিকেটার যুবক আর ঝালকাঠির কলেজ পড়–য়া এই জুটির বিচ্ছেদ ঘটলো শুক্রবার ঝালকাঠি থেকে আগত পুলিশের হাতে জোরারগঞ্জ থানা পুলিশের হস্তান্তরের মাধ্যমে।
¯œাতকে পড়–য়া ঝালকাঠির কন্যা জান্নাতুল ফেরদৌস মিলা ফেসবুকে প্রেমে পড়ে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের ক্রিকেটার যুবক শাখাওয়াত হোসেন এর। শাখাওয়াত পড়ালিখার পাশাপাশি তরুন ক্রিকেটার ও। বাঁধভাঙ্গা প্রেমে ঝালকাঠি থেকে মীরসরাই ছুটে আসে তরুনী মিলা। কিন্তু এতে বাঁধ সাধে তরুনীর প্রভাবশালী বাবা মনির হোছাইন। বাবা মেয়ের সন্ধানে হন্যে হয়ে খোঁজ পেলেন ফেসবুকে বন্ধুত্ব হয়ে মীরসরাইতে বাড়ী কোন ক্রিকেটার যুবকের কাছে চলে এসেছে কন্যা। আর সেই হিসেবে ঝালকাঠি পুলিশের সাহায্য নিয়ে যোগাযোগ করলো জোরারগঞ্জ থানা পুলিশের সাথে। এখানকার পুলিশ খোঁজ করতে গিয়ে সন্ধান পেল মীরসরাই উপজেলার ৪ যুবক দেশের বিভিন্ন স্থানে গিয়ে ক্রিকেট খেলছে। আর তাদের মধ্য থেকে এই শাখাওয়াত এর কাছেই আসে মেয়েটি। বেরসিক জোরারগঞ্জ থানা পুলিশ ও মেয়েটিকে ছত্তরুয়া গ্রামের ছেলের বাড়ির পাশ্ববর্তি ছেলের বোনের বাড়ী থেকে মেয়েটিকে আটক করে। এসময় যুবক শাখাওয়াতকে বাড়ীতে পাওয়া যায়নি বলে জানায় জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ। অবশেষে বৃহস্প্রতিবার ঝালকাঠি থেকে রওনা হয়ে গতকাল শুক্রবার বিকেল নাগাদ জোরারগঞ্জ থানায় এসে পৌছায় ঝালকাঠি থেকে চলে আসা কন্যার পরিবার ও ঝালকাঠি থানার পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের উপস্থিতিতে আগত পুলিশ ও পরিবারের হেফাজতে হস্তান্তর করা হয় যুবতী জান্নাতুল ফেরদৌস মিলাকে।