মা কথাটি ছোট আর সাধারন
কিন্তু এর চেয়ে মধুর শব্দ ত্রিভুবনে নাই।
পৃথিবীর আরেক সুখের নাম হলো মা,
মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো
যে নিজের কথা কখনো ভাবনি ,
সন্তানের ভালোর জন্য সবসময়ই ভেবেছো।
মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো
যার ভালোবাসায় কখনো কোনো স্বার্থচিন্তা নেই।
হৃদয়ের মায়া আর পৃথিবীর ছায়া শুধু তুমি।
মাগো তুমি সে যে নিজে না খেয়েও
সন্তানকে কখনো উপোস রাখনি,
সন্তান হাজার দোষ করার পরও
ভাবনাবিহীন বুকে টেনে নিয়ে সান্তনা দেয়,
সে শুধু তুমিই তুলনাহীনা মা।
মাগো তোমার তুলনা শুধুই তুমি
সবকিছু তুচ্ছ এই ধরণীর বুকে।
সন্তান একদিন বড় হয়ে যখন অনেক দূরে চলে যায়
মা -ই সারাক্ষণ তার ফিরে আসার পথ চেয়ে থাকে,
কখনো তার জন্য অভিমান মনে রাখে না ।
শুধু তার সন্তান যেনো
তার বুকে ফিরে আসে এটাই মায়ের চাওয়া।
মাগো তুমিই সেই মুখ,
যাকে দেখলে সব ক্লান্তি
নিমিষেই দূর হয়ে যায় ।