Monday, February 10Welcome khabarica24 Online

প্রিন্টিং মিসটেক : হাসির নাটকে জাহিদ হাসান

photo-

আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে অনেক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। প্রতিটি টিভি চ্যানেলে ছয় থেকে সাত দিনের ঈদের বিশেষ আয়োজন থাকছে প্রতিবছরের মতোই। এরই ধারাবাহিকতায় জাহিদ হাসানকে নিয়ে শুরু হয়েছে টেলিফিল্ম ‘প্রিন্টিং মিসটেক’। নাটকের গল্প লিখেছেন ফরহাদ আলম, পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। ৪ মে নাটকের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ফরহাদ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘এই নাটক আমরা গতকাল রোববার থেকে শুটিং শুরু করেছি। ঈদ মানেই যেহেতু আনন্দ, তাই আমরা হাসির একটি নাটকের শুটিং করছি। আমরা মনে করি, টেলিফিল্মটি ঈদকে আরো রাঙিয়ে দিতে সাহায্য করবে।’

নাটকের গল্প নিয়ে গল্পকার ফরহাদ আলম বলেন, ‘গল্পে দেখা যাবে যে অভিনেতা জাহিদ হাসান একটি মেয়েকে ভালোবাসেন। তার নাম ববিতা। কিন্তু ববিতার পরিবারের পক্ষ থেকে বিয়েতে কেউ রাজি নন। তখন তিনি এলাকাবাসীর দোয়া নিয়ে বিয়ে করতে চান। এলাকাবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য ব্যানার টাঙানো হয় তাঁর পক্ষ থেকে। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। কারণ, তিনি ভালোবাসেন ববিতাকে, কিন্তু ব্যানারে ভুল করে লেখা হয় সবিতা। সকালে উঠে সবাই দেখে জাহিদ হাসান সবিতাকে বিয়ে করতে চাইছে, এ জন্য সবার কাছে দোয়া চাইছে। সকাল হতেই তাঁর বাড়িতে এলাকার যত সবিতা নামের মেয়ে আছে, তারা ভিড় করছে। অন্যদিকে তাঁর প্রেমিকাকে কিছুতেই বোঝাতে পারছে না যে প্রিন্টিং মিসটেকের জন্য ববিতা হয়ে গেছে সবিতা। এ ধরনের একটি গল্প নিয়ে আমার লেখা গল্পটি নিয়ে নাটকটি পরিচালনা করছেন অরণ্য আনোয়ার।’

জাহিদ হাসান ছাড়াও এই টেলিফিল্মে আরো অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, দিলারা জামান, জাহিদ হাসান, জেনি, নোভা, সজীবসহ আরো অনেকে।