আইনমন্ত্রী এডভোকেট আনিসুল বলেছেন, আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল থাকায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে।
তিনি আজ বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কামারুজ্জামান আইন অনুযায়ি সাত দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। যদি তা না করেন তাহলে খুব দ্রুতই ফাঁসি কার্যকর করা যাবে।
এদিকে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকায় কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রায় রিভিউ করতে আবেদন করা হবে। যদিও এর্টনী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউয়ের কোন সুযোগ নেই।