বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রভাষক শিমুল আহবায়ক শিবলু সদস্য সচিব “সেতুবন্ধন” মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

Mirsarai pic setubandhan pic, 07

নাছির উদ্দিন ঃ দৈনিক মানবকণ্ঠের পাঠক সংগঠন সেতুবন্ধনের মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার ৭ মার্চ বিকেলে মিরসরাই কলেজ রোড়স্থ পাক্ষিক খবরিকা ভবনে মিরসরাই সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভার মাধ্যমে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এসময় সর্ব সম্মতিক্রমে প্রফেসর কামাল উদ্দিন চৌধূরী কলেজের ইংরেজী প্রভাষক শিমুল কান্তি ভৌমিককে আহবায়ক ও শরীফ উদ্দিন শিবলুকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক আমিনুল হক, রওশান ঋমু, সদস্য সচিব শরীফ উদ্দিন শিবলু। সদস্য হালিমা আক্তার, মেজবাউল আলম বাবুল, আকাশ ইকবাল, ইমাম হোসেন, রেজা তানভীর, বৃষ্টি বড়–য়া, রিপন গোপ পিন্টু, দিপংকর রায় চৌধূরী, টিটু চন্দ্র নাথ, ইয়াছিন আরাফাত, আরাফাত হোসেন, মো ঃ আলতাফ, শাহারা, ইসরাত তাহসিনা তরী, তাসনিম মাহবুব তানহা প্রমুখ। বর্ধিত সভায় দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনের সঞ্চালনায় দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন, দৈনিক যুগান্তরের মিরসরাই প্রতিনিধি কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, দৈনিক জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি কবি ও সাংবাদিক রাজিব মজুমদার, কামাল উদ্দিন চৌধূরী কলেজের ইংরেজী প্রভাষক শিমুল কান্তি ভৌমিক, শরীফ উদ্দিন শিবলু, রিপন গোপ পিন্টু, আকাশ ইকবাল, ইমাম হোসেন, রেজা তানভীর, বৃষ্টি বড়–য়া প্রমুখ।