অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত এক বছরে রাজনৈতিক আন্দোলনের কারণে বিনিয়োগে বাধা সৃষ্টি হয়েছে। মানুষ বিনিয়োগ করতে ঝুঁকি অনুভব করেছে। এ কারণে বিনিয়োগে প্রবৃদ্ধিও কমেছে। এজন্য খালেদা জিয়া দায়ী। এখন আমাদের চ্যালেঞ্জ এই বিনিয়োগকে গতিশীল পর্যায়ে ফিরিয়ে আনা। আজ বুধবার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনীতির যে নিম্নগতি তার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দায়ী। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ঠিকাদার প্রতিষ্ঠান বর্থ হয়েছে। এখানে ভুল মনিটরিং রয়েছে। আগামী বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামীতে শিক্ষাগত যোগ্যতা মূল অগ্রাধিকারের বিষয় হিসেবে পরিগণিত হবে।