Monday, February 10Welcome khabarica24 Online

প্রবালের উদ্যোগে বিজয় দিবস সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই কিন্ডার গার্টেনে প্রবালের বন্ধুরা নাচে গানে কবিতায় একাকার হয়ে হারিয়ে গিয়েছিল বিজয় দিবস সাহিত্য আসরে। কবিতা, গান আর শৈল্পিক নৃত্যের তালে পুরো প্রকৃতি ও যেন বিমুগ্ধতায় বিমোহিত হয়েছিল।
রোববার (৩ ডিসেম্বর) মীরসরাই কিন্ডার গার্টেনে সেমিনার কক্ষে প্রবালের সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিন সভাপতিত্বে এবং প্রবালের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় উক্ত বিজয় দিবসের সাহিত্য আসর অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, অধ্যাপক আক্তারুজ্জামান, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, মীরসরাই প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, শিক্ষক কিংশুখ দাশ, সদস্য রিপন গোপ পিন্টু, তৌহিদুল ইসলাম, পেয়ার আহম্মেদ পেয়ার, কামরুল ইসলাম, সংঙ্গীত শিল্পী নুরুল ইসলাম, বাঁধন সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে কবিতাও ছড়া আবৃত্তি করেন ফাবলিহা জাহান মাহবুব, কাজী জারিফ মাহবুব, আছতা ভৌমিক, সাবিহা আক্তার, অর্প্বু নাথ, নাঈমুল হাসান লিমন, সাকিবুল হাসান, সুরাইয়া ইয়াছমীন, পারমিতা নাহা, বেহেস্তী আহমেদ, ফাবলিহা রহমান, মিসকাতুল জান্নাত মিথিলা, কাশফিয়া হোছইন তানিশা,আফরা জাবীন আহমেদ, জাহেদুল ইসলাম, মীর সাবিহা ইসলাম ।
সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ রাশিক, নাজাতুল ইসলাম, ফারিহা তাহসিন লাবনী, তাছনোভা কামাল, মিথিলা নাথ, জারিন তাসনীম, আফজানা ইসরাত, জারিন সুরাহ, কিশোরী কর্মকার।
নৃত্যে অংশগ্রহণ করেন আফরা জাবীন আহমেদ নিত্য দিয়ে শুরু করেন লাবীবা নওশীন , সবাইয়া এরান, উম্মে হাবিবা ইভা,মিথিলা নাথ, দুষ্টু মিষ্টি, আলিফা জীবন, আহমেদ, জারিন সুরাহ, রিমঝিম দাশ সহ প্রমুখ।

পরে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীদের পুরস্কিত করা হয়।