Sunday, January 19Welcome khabarica24 Online

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

 

 

 


মামুন নজরুল :: মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই-উৎরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করেছে ২৫টি বছর। রজতজয়ন্তী উপলক্ষে কলেজে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। সেখানে পুরোনো স্মৃতিকে আরেকটু স্পর্শ করতে রাখা হয়েছিল ‘প্রতীকী ক্লাস’ আবার ক্লাস শেষে বাজে ছুটির ঘণ্টাও।
বুধবার (২৫ ডিসেম্বর) এভাবেই পুরো কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। সেজেছিল রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। বুধবার রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থলে দেখা গেছে, কিছু ব্যতিক্রমী আয়োজন। ক্লাস শুরুর ঘণ্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নেন। ক্লাস শেষে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠে আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের কৈশোর। পুরনো বন্ধুদের আবার একসঙ্গে পেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো সতীর্থদের নিয়ে নতুন করে স্মৃতি জমাতে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। বিকাল পর্যন্ত চলে ব্যাচভিত্তিক আড্ডা, স্মৃতিচারণ এবং প্রাক্তনদের স্টেজ পারফরম্যান্স।
এদিন, পায়রা উড়ানোর মধ্যে দিয়ে পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। বর্ণাঢ্য র‍্যালী শেষ করে কলেজ প্রাঙ্গণে কুরআন তিলওয়াত, গিতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় পূর্নাঙ্গ আনুষ্ঠানিকতা। আলোচনা সভা শেষে দুপুরের মধ্যাহ্ন ভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। সন্ধ্যায় আতশবাজির বর্ণিল আলোকছটার কার্যক্রম শেষে প্রদর্শিত হয় কলেজের ইতিহাস ও বর্তমান কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ঢাকার জনপ্রিয় ব্যান্ড ‘সিলসিলা’ কর্তৃক পরিবেশিত হয় মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা। র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তসলিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভোটিক্স এন্ড মেক্যাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিফাতী আরমান, নিখাদ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া প্রমুখ।