মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

hasina_ershad_dhaka_politics_24918_57749

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পরে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক প্রধানমন্ত্রীর সংসদ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাবেক এই রাষ্ট্রপতি চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানা যায়।তবে বৈঠকে শেষে জিয়াউদ্দিন বাবলু বলেন, স্যার প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো সাক্ষাৎ করতেই পারেন। তবে এটা সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।