বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা করতে না দেয়া ও গেট তালা বন্ধ করে রাখায় রোববার সংসদের ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদরা। একইসঙ্গে তারা এ ঘটনাকে শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়েছেন।সংসদে রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর যাওয়ার খবরে পুরো জাতি আশান্বিত হয়েছিল। সবাই টেলিভিশনের সামনে ছিলো। বিএনপি নেত্রী হয়ত অসুস্থ ছিলেন। কিন্তু সেখানে বিএনপির সিনিয়র অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে ভেতরে নিয়ে বসাতে পারতো। এতটুকু শিষ্টাচার যদি না মানা হয়- তবে কিভাবে রাজনীতি করবো।’বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সেখানে গিয়ে দেখলাম, গেট বন্ধ। জানানো হল- খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেখা করা সম্ভব নয়। এই আচরণকে মানুষ ভালোভাবে নেয়নি।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অপাত্রে ঘৃত দান করতে নেই। অপাত্রে দান করা অনেক সময় বিপদজ্জনক হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী রাষ্ট্রধর্ম ছেড়ে মানবধর্ম পালন করতে গিয়েছিলেন। যারা ৩৩ জনকে আগুনে পুড়িয়ে মারতে পারে, তার কাছে মানবতাবোধ আসা করা যায় না।শেখ সেলিম বলেন, আরাফাত রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটা আমাদের সামাজিক রীতি। সন্তানহারা মা অসুস্থ হতে পারেন। প্রধানমন্ত্রী নামলেন। পাঁচ-সাত মিনিট অপেক্ষা করলেন। কেউ ভেতর থেকে আসল না। শিষ্টাচার থাকলে কেউ এ কাজ করতে পারে না।