শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রথম বিদেশ সফরে ভুটান গেলেন নরেন্দ্র মোদি

image_96582.bhutan300

দু’দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। রবিবার সকালে পারো বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁর সফরসঙ্গী হিসাবে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিব সুজাতা সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নরেন্দ্র মোদি ও তাঁর প্রতিনিধিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভুটানের রাজা জিগমে ওয়াংচুক-এর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য ও জলবিদ্যুত্ প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে তিনি ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেবেন। ভুটানে যাওয়ার আগে নরেন্দ্র মোদি বলেন,“ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভারতের সঙ্গে ভুটানের বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও নিবিড় করতে সে দেশকেই আমার প্রথম বিদেশ সফর হিসাবে বেছে নিয়েছি।” সূত্র আনন্দবাজার।