রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৬ হাজি

3_35550

বাংলাদেশের হাজিদের নিয়ে শুরুতেই শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান। গতকাল সকাল ১০টায় প্রথম হজ ফ্লাইট ঢাকা পৌঁছার কথা থাকলেও পৌনে ৫ ঘণ্টা বিলম্বে শেষ পর্যন্ত বিকাল পৌনে ৩টায় ঢাকায় পৌঁছে। প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৬ জন হাজি নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বিমানের আরও তিনটি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা যায়, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়তেই বিমান ৪ ঘণ্টা দেরি করে ফেলে। বুধবার রাত দেড়টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে আকাশে উড়ার কথা থাকলেও বিমান আকাশে উড়ে চার ঘণ্টা পর।