শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রথম দফা উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৯.১৯%

ewg_71445
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৫৯ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পরিচালক মো. আব্দুল আলিম। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ৬২ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।সংগঠনটি জানিয়েছে, এ নির্বাচনে ৬৩টি উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টা এবং ৩৮ জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের হিসেবে ৪০টি কেন্দ্রে দেখা গেছে ভোটগ্রহণ কর্মকর্তা বা নিরাপত্তাবাহিনী কোনো না কোনোভাবে প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ২০টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট গণনার সময় ২৯টি কেন্দ্রে সহিংসতা ঘটেছে। বিভিন্ন স্থানে ২৭টি ব্যালট বাক্সে নিরাপত্তা সিল সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রথম পর্বের উপজেলা নিবার্চনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ৭ বিভাগ থেকে বাছাইকৃত ২৫টি উপজেলায় ২০৩৫ জন পর্যবেক্ষকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এবারের নির্বাচনে সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের ভয় দেখানোর কোন ঘটনা ঘটেনি।